পিয়ন ছুটিতে আছে | হুতুম পেঁচা



সেই চিঠি কি পৌছায়নি ,
নাকি উত্তর দিতে ইচ্ছে করেনি !
বন্ধু তুই যে বলেছিলি পেয়ারার ভারে উঠোনের গাছটা নুয়ে পরলে তোকে চিঠি লিখতে ,
কত মৌসুম চলে গেলো পেয়ারার ভারে গাছ নুয়ে পরে ,
তুইতো চিঠির উত্তর দিলিনা !

সেই চিঠি কি পৌছায়নি ,
নাকি উত্তর দিতে ইচ্ছে করেনি !
প্রিয় বাংলা স্যার আপনি যে বলেছিলেন মাধ্যমিক পরিক্ষার পর একটা সুন্দর কবিতা লিখে পাঠাতে ,
আপনার ঠিকানায় কত কবিতা পাঠালাম ,
কবিতা গুলি কেমন লেগেছে আপনিতো বলেন নি ।

সেই চিঠি কি পৌছায়নি ,
নাকি উত্তর দিতে ইচ্ছে করেনি !
সুস্মিতা আপু ট্রেনের সেই তিন ঘন্টার পরিচয় কি ভুলে গেছেন ?
চিঠি লিখতে বলেছিলেন যে তবে ?
আমি আপনাকে আজও ভুলিনি ।

সেই চিঠি কি পৌছায়নি ,
নাকি উত্তর দিতে ইচ্ছে করেনি ! 

No comments