তোমার মিছিল থেমে গেলে | মো: নিজাম উদ্দিন
তোমার মিছিল থেমে গেলেই
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মানচিত্র পাল্টে যাবে
কবিতার প্রেমে বুদ হওয়া এক তরুণ
নেশার ঘুরে হারাবে তাঁর স্বপ্ন
তোমার মিছিল থেমে গেলেই
পার্লামেন্টে বসবে ক্যাসিনোর হাট
ক্ষুধার্ত মানুষের ভুখা মিছিলে অচল হবে নগরী
রাষ্ট্রের গোলাম চিৎকার করে বলবে আমিই মালিক
তোমার মিছিল থেমে গেলেই
সীমান্তের কাটাতারে লাশের মিছিল হবে প্রতিদিন
সার্জিক্যাল স্ট্রাইকে রক্তাক্ত হবে পতাকা
তোমার মিছিল থেমে গেলেই
তিন দিক থেকে ধেয়ে আসবে হায়েনা
অট্টহাসিতে লুটোপুটি খাবে ডাকাতের দল
তোমার মিছিল থেমে গেলেই
ব্যারাক থেকে বেরিয়ে আসবে সেনাবাহিনী
সচিবালয়ে লিজে উঠবে দেশ
তোমার মিছিল থেমে গেলেই
আকাশ থেকে প্যারাট্রুপারের মত নেমে আসবে
শত্রুর বোমারু বিমানের ঝাঁক
তোমার মিছিল থেমে গেলেই
রাজপথ হবে পল্টন ময়দানের মত নিরব নিথর
থেমে যাবে বাংলাদেশ লজ্জায় মরে যাবে মুক্তি
তোমার মিছিল থেমে গেলেই
পত্রিকায় পাতায় ঠাই পাবে শুধু উন্নয়নের শিরোনাম
ধর্ষিতা বোন অভিমানে করবে আত্মহত্যা
তোমার মিছিল থেমে গেলেই
নির্বাচনের পরিবর্তনে জারি হবে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স উইপোকায় খেয়ে ফেলবে ভোটের বাক্স
শান্তিতে নোবেল পাবে ইভিএমের মেশিন গুলো
তোমার মিছিল থেমে গেলেই
যাযাবর কবি বিপ্লবের কবিতা লিখতে ভুলে যাবে
স্বপ্নহীন মানুষের এক তীর্থভূমি হবে বাংলাদেশ
তোমার মিছিল থেমে গেলেই
হসপিটালে খুন হবে গণতন্ত্র।
Post a Comment