নেমেসিস | আনিসুজ্জামান নূর


আমাদের হাসির পরিধি বিস্তৃত হয়েছে সীমানার ওপাশে
অপরিসীম রোদ আর বর্ষায়; ভালবাসা এসে হানা দেয় যারে- 
আমি তারে পারিনা এড়াতে।

তোমাদের রুহ ভেসে যাবে বলে
অজস্র কষ্টেরা ডুবেছিলো নদীর বুকে !
অথবা পাথর দিয়েছিল একফোটা অশ্রু,আমারে।

ভালোবেসে,
আমাদের নেমেসিসে হত্যা হয়েছে দাগী আসামী।
তীব্র বন্যায় ভেসে যাওয়া উপকথারা,হেঁটেছে আরও প্রান্তিক সীমানা ধরে।
কান্না আর হাসির তোড়জোড়ে বারবার বিদ্ধ হয়েছি ভালবাসার দাবানলে
জেনেছি,
আমাদের নেমেসিসে আবার জমা হবে তোমাদের অপ্রিয় সত্য
আমি তারে পারিনা এড়াতে।



No comments