দ্বিতীয় প্রকৃতি | মুহাম্মাদ আকবর হোসাইন





একটা কবিতা লিখবো তোমায় নিয়ে;
তবে এখন না, শীতের রুক্ষ হাওয়া
যখন হারিয়ে যাবে উত্তরে,
ফাগুন এসে যখন কড়া নাড়বে দরজায়,
বুকশেল্ফে থাকা প্রিয় মানুষ গুলো খুঁজবে আমায়  , 
শরৎ,শক্তি, জীবন,র‍্যাবো;
এদের মাঝে স্বপ্ন কুড়াবোনা
তখন- এখনের মতো।

নোট বুকের মলিন পৃষ্ঠায়, অন্যকারো
ছায়া হয়ে কল্প মায়ার নীল উঠোনে
ভাসবোনা মেঘের মতো।

কারো বিদায়ে,অনিবার্য শোকে,
যখন দ্বিতীয় প্রকৃতির আগমনে,
হারানো গল্পগুলো ফিরে পাবে
তার প্রাণ,কিছু উৎসাহী বর্ণ শব্দ হবে
কলমের খোঁচায়;
যেমন লাঙল দাগ কাটে জমিনের বুকে।

প্রতি রাতে তোমার মাটিতে মুখ ডুবিয়ে
রাখি,হৃদপিণ্ড, ধমনী, শিরা-উপশিরায়
তীব্র যন্ত্রণার সুখ বয়ে যায়,
দাবানল জমে যায় প্রত্যাশার শীতে।

No comments