ফামু খানের ম্যানিফেস্টো

ঘনবন মন 


হ্যাঁ , হ্যাঁ, জানিব 
আমদানি আমাদের হবে 
একটা ফুলে বর্ষা মাতাবে ;
মনের বেদখল অন্তরে! 

ঝিঁঝিঁ পোকার গানে- 
আকাশে ঘনঘন প্রেমে ঘুঘু জমেছে ;উপচে পড়বে
এখনি জমিনের হাশরে !
শতশত নজরুল সেখানে একটা দাবা বোর্ড মাতিয়ে রাখে, 
পেটে ক্ষুধা, কবিতা খেতে কথা বলতে হয়না ! 
হয়না যুদ্ধ করতে / বিপ্লবী হতে 
অথচ কবিতা সবই খাইয়ে দেয়!


ব্ল্যাক হোল


প্রেম হয়েছে সেই কবে 
স্বীকৃতি দাও প্রিয়ো ;
একবার হোঁচট খেয়ে তোমার অন্তরে 
উচু পর্বতের গা থেকে শীতল কূপে ;
নিয়মিত নিয়তি নিয়ে যাবে 
কোলাহল ছাড়া দীর্ঘশ্বাসের 
সুদীর্ঘ রজনীগন্ধার কূপে ;
সেদিন ব্ল্যাক হোল টেনে নিবে।



কমিউনিস্ট


হক কথা বলে ফেলতে হয়। 
নয়তো সহজেই নেমে গেছো একটা বন্দীকূপে!
তোমার ছায়ায় শরীরসহ পুড়ে যাবে 
জৈষ্ঠ্যের রোদে। 

তবুও হক কথা বলে ফেলতে হয়- 
নতুন সূর্য উদয়ের উদ্দেশ্যে, 
সেখানে পরিবর্তন হবে ;
সেখানে বিস্বাদ জাগবে ;
সেখানে সব ধুয়েমুছে নতুন সকাল হবে! 



ইবাদতের কাফ্যারা 


 প্রকৃতি যখন শান্ত স্নিগ্ধ হবে 
 তোমার সাথে আবার যখন দেখা হবে, 
 ঈশ্বরী, মোর হৃদয়ের  
 লকডাউনের প্রেমের কাফ্যারা হিসাবে 
 বড়ই তলায় / কুঞ্জে 
 সুবেহ-সাদিকে আঙুরের -
 চুমুতে নেশা করিয়ে নিবো!

 

ফামু খান

জীবন একটা মনের বাগিচা, সেখানে ঘ্রাণ পরিবর্তন হয় হাওয়ায় হওয়ায়।   







No comments