দৌড়বিদ | ঈশান বড়ুয়া
মাথিং,মুঠোফোনে একজন দৌড়বিদ
আছে; দৌড়তে থাকে আমৃত্যু!
সাইবেরিয়া থেকে কান্দাহারের পথ
ধরে, মাঝে মাঝে তোদের পাহাড়ে।
আছে; দৌড়তে থাকে আমৃত্যু!
সাইবেরিয়া থেকে কান্দাহারের পথ
ধরে, মাঝে মাঝে তোদের পাহাড়ে।
পথে কুড়িয়ে নেয় অক্ষর আর অনুভূতি।
বোসদের মিষ্টির অনেক সুনামেও, ঝং
ধরা পবিত্র সময়সকল; পিনিচে চা
ঢেলে দিচ্ছে।
রাত হলেই ঝুমুর গানে মেতে উঠে
পাহাড়। সেই পাহাড়েই প্রথম
রোদযাপনে, পাহাড়ের মাঝ বরাবর
যেখানে জুম চাষ হয়, নগরে তাদের নাম
অবকাশকেন্দ্র। কথামালারা খুব মূল্যহীন
মাথিং? কথা না বলে একমনে হেঁটে
চল - রাস্তার সকল ঝরা পাতা আর
পিচের সাথে কথা না বলেও প্রচুর কথা
বলা যায়। কাচলঙের তীর থেকে
দৌড়বিদের মৃত্যুর পর; সে ভেজা পায়ে
এগিয়ে আসছে আমার দিকে, তার
পায়ের ছাপ অনুসরণ করে পৌঁছে যা
মাথিং।
Post a Comment