লাবণ্য | ভিনসেন্ট কারনিওল

আমার দুটো কথা শুনবে লাবণ্য?
একটু সময় কি হবে?
হেয়ালি করো না।
একটু সময় হলে কবি থেকে
কবিতা হবো।
আমার দুটো কথা শোনবে
লাবণ্য?
একদিন সন্ধারাতে গৃহত্যাগী
হবো।
সঙ্গিনী হবে তুমি?
কুয়াশার মাঝে কাঁপতে
কাঁপতে উষ্ণ হবো
হবে?
লাবণ্য?
একটু সময়?

No comments