যৌনকৃষ্টি | সৈয়দ আবেদিন রহমান মুন্না
অনেকদিন পর লিখলাম।
অনেকদিন পর
নিলাকেশে কল্পনাতীত
আবীররাঙা অভিমান,
শ্লেচ্ছকামনার অপরিতুষ্ট,
যৌনত্রাণ।
আপাদমস্তক,মিথ্যে গাম্ভীর্যতা।
অশ্বন্যায়ী হীনতুল্য শ্লীলতা।
ছায়াময়ী অন্তরীপ,
রিপুর তাড়নায়,
বিষসঞ্চারে যৌনতা।
শয্যাগত আদিমতনু,
অন্তকালের ভয়ার্ত স্নেহ।
আকড়ে ধরে দুটোগা,
অন্তরীক্ষের তৃতীয় দৃষ্টি,
মৌনময়ী যৌনকৃষ্টি।
Post a Comment