সৈয়দ ইবনুজ্জামানের এক গুচ্ছ কবিতা

কষ্টেরা দেউলিয়া হয় নাই

অবহেলা আর অপমান
চক্রাকার সুদে
ফেরত যাবে তোমার কাছে।

পৃথিবীর সব প্রেমিকের
টিশার্টে লেখা হবে―
কষ্টেরা দেউলিয়া হয় নাই।


প্রতারক জীবন

জীবন আমায় কথা দিয়েছিল
মধুর কিছু কবিতা দেবে
অতঃপর আমার হাতে ধরিয়ে
দেওয়া হয় ব্যাকরণের কেতাব

ভেবেছিলাম কবিতা কোনো
ছিঁড়ে যাওয়া ঘুড়ি
যার ভবিতব্য আকাশ কেবল জানে
জানি না প্রথম ভালোবাসা
কেমন আছে আজ

বড্ড মনে পড়ছে তাকে।
বড্ড মনে পড়ছে তাকে।




যাত্রা অন্ধকারে

অনাদরে ফেলেছিলাম যারে
ময়লার ভাগাড়ে
জন্ম আমার আলোয় হলেও
যাত্রা অন্ধকারে


জাতিস্মর

মা রে, তোর জীর্ণ শরীর ওরা ঝুলিয়ে দিল ক্রুসে
ছেড়ে দে দুধের দাবি―
স্ট্যাটাসে এ কি সয়লাব এবার?
ফিলিং স্যাড!

বানাচ্ছি খাটিয়া
ধরবি তো জড়িয়ে বুকে!
চুমু খাবি কপালে।

হেমিলন চেয়ে আছে প্রতিশোধের দাবানলে
যেসব সতালু স্তন চুষেছে শৈশবে
ভীষণ ঝড়ে আজ মুখ লুকিয়েছে সঙ্গমে
কি শাপ তবে?

চলো যাই চলে তেপান্তরের ওপারে
শকুন নাই। নাই অভি্যোগ।
জন্ম নিস আবার মানুষের পেটে
মা রে, ফিরব সেদিন হয়ে !

No comments