একটি সুন্দর অমানুষিক স্বপ্ন | নিভৃত ফাহিম
মাঝে মাঝে ইচ্ছে হয় সমগ্র মানব জাতিকে একটি বৈয়ামের মধ্যে আঁটকে দিতে। তারপর একটি লাল নীল সানগ্লাস পড়ে খুব ধীরতার সাথে পরীক্ষা নিরীক্ষা করে সেখানে থেকে কিছু উৎকৃষ্ট অমানুষ বের করতে। হতে পারে আমার হাতে তখন একটি জ্বলন্ত সিগারেট থাকবে অথবা গঞ্জিকাও থাকতে পারে।
অমানুষ বেছে নেওয়ার ক্ষেত্রে আমি একটু অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে পারি। ডাই-সেকশন বক্সের ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্র গুলো দিয়ে কেটে কেটে তাদের অস্থি তরুণাস্থি পর্যবেক্ষণ করতে পারি। ডিএনএ স্যাম্পল নিয়ে তাদের অমানুষিকতার লেভেল পরিমাপ করতে পারি। আরও অনেক কিছুই করতে পারি।
বাছাই প্রক্রিয়া শেষ হলে তাদের পশ্চাৎদেশের একটি সিলমোহর লাগিয়ে ছেড়ে দিতে পারি পৃথিবীতে। তারা চষে বেড়াবে পৃথিবীর সমস্ত ভূমি। তারা নিজেদের বিকশিত করতে থাকবে। প্রাচীন থেকে আধুনিক হয়ে উঠবে। হয়ে উঠবে আরও উৎকৃষ্ট মানের অমানুষ।
বৈয়ামে থাকা মানুষ গুলোর সাথে আমি আরেকটি পরীক্ষা করতে পারি। তাদের আমার নূতন পৃথিবীর উৎকৃষ্ট অমানুষ গুলো খাবার হিসেবে দিতে পারি। দিনে চার বেলা তারা অমানুষ খাবে। ধীরে ধীরে অমানুষ খেয়ে তারা শক্তিশালী হতে যাবে।পৃথিবী জুড়ে কমে যেতে পারে অমানুষের সংখ্যা। মানুষগুলো বৈয়াম ভেঙ্গে বেরিয়ে আসতে পারে। অমানুষের অমানুষিক কষ্টে গড়া সব কিছুতে মানুষেরা অধিকার বসাতে পারে।
আমি চাইলে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারি অথবা চাইলে এক্ষুনি ঘুম থেকে উঠে যেতে পারি।
Post a Comment