ফিলিংস | আনিসুজ্জামান নূর
গানস এন রোজেস শোনার দিনগুলি
যখন আমি আমার বিষন্ন বিকেল থেকে বের হয়ে এক গুচ্ছ রোদ নিয়ে হেঁটে হেঁটে চট্টেশ্বরী পেরিয়ে আরো হেঁটে যাই, চারুকলার মোড় থেকে আমার জন্য কিছু অশুভ সত্ত্বা বয়ে নিয়ে আসে আরো মন খারাপ করা কিছু রোদ।
আমার বিষন্ন বিকেল থেকে ঝড়ে পড়ে স্ল্যাশের গিবসনের করুন সুর৷ যেখান থেকে স্বর্গ দ্বারে যাওয়ার আহুতিরা আমাকে ভিজিয়ে দেয় জুলাই মাসের কোন নভেম্বর রেইন এ।
অহেতুক মিথ্যে
যখন আমি আমার বিষন্ন বিকেল থেকে বের হয়ে এক গুচ্ছ রোদ নিয়ে হেঁটে হেঁটে চট্টেশ্বরী পেরিয়ে আরো হেঁটে যাই, চারুকলার মোড় থেকে আমার জন্য কিছু অশুভ সত্ত্বা বয়ে নিয়ে আসে আরো মন খারাপ করা কিছু রোদ।
আমার বিষন্ন বিকেল থেকে ঝড়ে পড়ে স্ল্যাশের গিবসনের করুন সুর৷ যেখান থেকে স্বর্গ দ্বারে যাওয়ার আহুতিরা আমাকে ভিজিয়ে দেয় জুলাই মাসের কোন নভেম্বর রেইন এ।
অহেতুক মিথ্যে
বলা নেই কওয়া নেই- ভীষণ অহেতুক মিথ্যের কাছে কতবার জলাঞ্জলি দিতে হিয়েছিল আমাদের। বিকেলের রোদে তপ্ত রেলিং এ বসে দোল খেতে খেতে হারিয়ে যেতে ইচ্ছা করতে পুরাতনের আবেগে৷ এই যে দেখছি,
আমরা কত শত হত্যার কাছে নৌকা ভাসিয়ে নিয়ে যাচ্ছি কিছু বাহানাকে। কত কিংবদন্তীর মৃত্যু হয় এ গভীর দাবানলে৷ হারিয়ে যাওয়া কোন আবেগ নয় হারিয়ে যাওয়া কিছু অসহায়ত্বের কাছে নিতান্তই বিলীন হওয়া।
Post a Comment