তৃষ্ণা | নাজমুস সাকিব রহমান

মনে আছে, এক গভীর রাত্রিতে
তোমাকে ঘুম থেকে ডেকে তুলে
বলেছিলাম , তৃষ্ণায় ম’রে যাচ্ছি।
তুমি তখনই ঘুমঘুম চোখে বিছানা
থেকে ওঠে এক গ্লাস জল নিয়ে
এসেছিলে আমার জন্যে। গ্রাম
বাঙলার অন্যান্য নারীদের মতন
তুমিও এরচেয়ে বেশী এগুতে
পারো নি, জেনেছি সেদিন।
তারপর থেকে আর কখনও পূর্ণতাকে
ধরার সাহস হয়নি।

No comments