অন্য গতির চলা | উবাইদুল্লাহ রাফী

বাতাসে ডানা হেনে, সেই ক্রমে
হাওয়া হেনে, চলেছি পৃথিবীর অন্য
গতিতে চলা। এইখানে কোনো ওইপার
নাই; গেঁথে রওয়ার অভিপ্রায়ে
যেখানে চলে যাওয়া যায়।
বস্তুর স্থান তাই হাওয়ায় করেছি দখল,
যেহেতু রয়েছি বস্তু। হাওয়ার মধ্যে
রবো গেঁথে, এখন, ‘যাবো না কোথাও’
মতো করে, আমি যাবো সবখানে।
ঢুকায়ে আমার কোষে সব গতিদের,
বইয়ে দেবো সুরে-অসুরে, তাললয়তলে।
এক কোণে রয়ে, হাওয়ায় হানিয়া
ডানা, শ্বাসেরও হানিবো হাওয়া,—
এইরূপে জায়গা দখল করে,
পৃথিবীর সকল আহ্নিক ও বার্ষিক গতির
বাহিরে, চলবো এখানে অদ্য অন্য গতির চলা।

No comments