হতাশা ও সন্ন্যাস | গাজী সাইফুল

ভোরের বৈধব্যে নোঙর ফেলে শতায়ুর
ভ্রুক্ষেপণ
প্রেয়সীর নীলাভ টিপ, স্ট্রেইট-
এলোচুল, নকশী কাটা ঝালরের শাড়ির
আঁচল-
ভাঁজে ফুটে থাকা অালিঙ্গনের
যৌনতার ভ্রুণ, শেষ রাতের বেয়াব্রু
লোমশহীন প্রহর, হতাশা অতঃপর সন্ন্যাস
আশ্রিত নিষিদ্ধ কারাগারে।

1 comment: