রাফ খাতার পাতা | হুতুম পেঁচা

ব্যাস্ততার সারাটা দিন ,
স্বামী সন্তান সংসার
নিকোটিনের ধুম্রজালে-
আমি তখন আঁকি অলসতা ,
নিজের সাথে অবিচার ।

দুপুরের বিষণ্নতায় তুমি ; ঘরের কাজেই
মন দাও খুব , শো-পিস বা ওয়ার-ড্রোব -
আমি তখন ছুটি-
অযথা এখানে ওখানে ,
ঠিকানার অভাব

বিকেল আর সন্ধ্যা ;
হয়তো তুমি পরিবার নিয়ে , ঘুরতে যাও
কোথা -
আমি তখন ;
মাঠের পাশে বা কোন আবডালে ,
ঘোরেই ভুলি ব্যাথা -

নিঝুম রাতের আঁধার
সেটাইতো আমার প্রিয় ,
সব কিছুই তোমার আছে
সুখের স্বাদ তুমিই নিও !

No comments