রোগ | তাছনীম বিন আহসান

তোমার ভালোলাগা অল্প সময়ের
তোমার যখন তখন "ভাল্লাগেনা" আমার
ভালোলাগা অফুরন্ত হাজার জনে
বিলানো যাবে !

এক রোদ থেকে অন্য রোদে কিংবা
জোছনা থেকে জোছনায় আমি
ভালোই থাকি
তুমি থাকো অভিমানে
না ভালো লাগায়

স্বার্থপর হয়েই আমি ভালো থাকি
অভিনয় কিংবা মনে -নিঃস্বার্থ
ভালোবেসেও তোমার
"ভাল্লাগেনা" ভিতর আর বাহিরে !

সমসাময়িক "ভাল্লাগেনা"য় আধুনিক
তুমি , আমি পৌরানিক ভালোলাগায়
গোড়া , অসাধারন আর পুজনীয় তুমি
আমি চিরকালের মুখপোড়া !

1 comment: