প্রহরি রাখো | হুতুম পেঁচা
প্রহরি রাখো ,
নইলে তোমার মন চুরি আমি করবই!
ভোরের মিষ্টি আলোয়
যখন এলো চুলে আসো বাইরে , সামলে
থেকো ।
পাখির গানের মত আমি আসবই !
প্রহরি রাখো ,
নইলে তোমার মন চুরি আমি করবই! স্নান
সেরে দুপুরে
ভেজা চুল শুকাও দাওয়ায় বসে, নজর
রেখো ।
দুষ্ট হাওয়ার মত আমি থাকবই!
প্রহরি রাখো ,
নইলে তোমার মন চুরি আমি করবই!
সাঝের বেলায় জেনো হাসনাহেনা
সুবাস হয়ে আসবো, সাবধান থেকো ,
নইলে তোমায় ভালো আমি বাসবই !
Post a Comment