অপরিমেয় | মঈনুদ্দিন হাসান
গড়িয়ে সকাল,
জড়িয়ে রোদ,
তোমার ঘামেভেজা চোখ,
হয়েছিলাম তৃষ্ণার্ত ঠোঁট। ক্ষনিক
আগেই,
অভ্যর্থনার আবেশে।
জড়িয়ে রোদ,
তোমার ঘামেভেজা চোখ,
হয়েছিলাম তৃষ্ণার্ত ঠোঁট। ক্ষনিক
আগেই,
অভ্যর্থনার আবেশে।
তাই,আজ টিনের চালে,
কখনো আবার ঝুম বৃষ্টি নেমেছে,
ওখানে অলস কিছু ঠোঁটে,
রাজ্যের হতাশা,জ্বলছে ধোঁয়ায়।
কখনো আবার ঝুম বৃষ্টি নেমেছে,
ওখানে অলস কিছু ঠোঁটে,
রাজ্যের হতাশা,জ্বলছে ধোঁয়ায়।
আজ মেঘলা আকাশের বিশ্বাসে,
পিচঢালা পথে,
সারি সারি আলোর প্রতিফলন,
যেখানে তুমিও মিলোতে পারতে
ঠোঁট
এই যান্তব রাজপথে।
পিচঢালা পথে,
সারি সারি আলোর প্রতিফলন,
যেখানে তুমিও মিলোতে পারতে
ঠোঁট
এই যান্তব রাজপথে।
একটি আলোহীন শীতল রাত্রি,
করিডোরে দাঁড়িয়ে,
এককপাট খোলা জানালায়,
আনমনে রেখো হাত,
ভিজেছে নগরী আর নাগরিক,
স্পর্শের আমোঘ নিয়মে।
করিডোরে দাঁড়িয়ে,
এককপাট খোলা জানালায়,
আনমনে রেখো হাত,
ভিজেছে নগরী আর নাগরিক,
স্পর্শের আমোঘ নিয়মে।
আজ আলোতে কি আলোকিত,
আধভেজা চোখ?
কালোতে কালো কি
আধভেজা কাক?
আর ক'টা অপরাজিতা হলে,
কালো চুলে বসবে জোনাকি!
আধভেজা চোখ?
কালোতে কালো কি
আধভেজা কাক?
আর ক'টা অপরাজিতা হলে,
কালো চুলে বসবে জোনাকি!
বিকল্প পথে হাটি নি,
কোন সপ্ত সমুদ্দুর,
মিশ্রিত দ্রবণে আজ খুজেছি অপরিমেয়
সস্থি।
কোন সপ্ত সমুদ্দুর,
মিশ্রিত দ্রবণে আজ খুজেছি অপরিমেয়
সস্থি।
হঠাৎ আলো জ্বলা রাত্তিরে, বাইপাস
পেরুতে গিয়ে,
ঝেঁকে বসা আঙ্গুলের চাপ, আমার জুতা
জুড়ে কাদা।
পেরুতে গিয়ে,
ঝেঁকে বসা আঙ্গুলের চাপ, আমার জুতা
জুড়ে কাদা।
হিয়ায় বেজেছে নুপুর। অস্থিত্বের
কোলাহল মেখে,
আমার দীপজ্বলা রাতে, বৃষ্টি শেষে,
আজ কেবল,
জোনাকির আলো।
কোলাহল মেখে,
আমার দীপজ্বলা রাতে, বৃষ্টি শেষে,
আজ কেবল,
জোনাকির আলো।
Post a Comment