আনিসুজ্জামান নূরের দুটি কবিতা
ভালবাসা জানাতে পারিনি বলে
একদিন শহরের কাছে এসেছিল বলে ঝড়ে পড়েছিল কিছু অযাচিত বর্ষা,
শহরের দ্বারে ভালবাসা জানাতে পারেনি- আমাদের হাতে ঝড়ে পড়েছিল কিছু শুকনো হতাশা।
প্রিয় বালিকা,
তোমার হাতের কোণে শিশির বিন্দুর মত জমেছিল কিছু আশাহতদের পটভূমি,
কোনদিন হয়তো আগ্নেয়গিরির ভালবাসা ভেসে আসবে বলে নিহত স্মৃতির মত কিছু কান্না
আমি ভালবাসা জানাতে চেয়েছি তোমায়
কোন গভীর রাতের হাতে কিংবা উজ্জ্বল ভোরের কোলে,
তোমাকে চেয়েছি নিশুতির প্রান্তরের মত আগুয়ান কিছু হাসিতে।
প্রিয় বালিকা,
তোমার চোখের কোণে আমি এসেছিলাম কিছু মেঘের মত আর কিছু ভালবাসার মত।
তোমাকে ভালবাসা জানাতে পারিনি বলে-
ডেভিড গিলমোরের কাছে বারবার হয়েছিলাম পরাহত
অথবা কোবেইনের মত তুলে নিয়েছিলাম নিশ্চুপ কোন পিস্তল।
কেন এসেছিল ভালবাসা বর্ষার মত তোমার চোখে, ঠোঁটে
আমার আদর,তোমার আদর মিলেমিশে একাকার হয়নি বলে- কান্না জমতে পারেনি চোখের কোনে।
আমি ভালবাসা জানাতে চেয়েছি শরতের কাছে
সেদিন হয়ত আহত কোন বালকের কাছে ভালাবাসা জানাতে এসেছিল আমাদের কোন কোকিল।
সন্ধ্যা
নিজেদের ব্যস্ততম দিন গুলোতে হঠাৎ করে হারিয়ে যাওয়ার আভাস থাকে
চট্টলার সুবিশাল আকাশে আমি কিছু দুমড়ানো আবেগ দেখতে পাই,
পাই সুবিশাল যন্ত্রের সামনে ভেঙে পড়া কিছু শব্দজট।
আমাদের কিছু কাঙ্খিত সন্ধ্যার মাঝে কিছু অতৃপ্ত সকাল,
বুক পকেটে আটকে থাকা চিঠির মত আটকে পড়ে।
তোমাদের আকাশে এখনো হয়ত সূর্যটা ডোবেনি
কিন্তু ডুবে গেছে কিছু লাল গোলাপের আহত চাহনি,
আর আমাদের আনন্দের কিছু অপরিণত লাশ।
আমাদের এই সুমহান সন্ধ্যায় ব্যস্ত বিকেলের মৃত্যুতে জানাচ্ছি ব্যাপক সমবেদনা।
একদিন শহরের কাছে এসেছিল বলে ঝড়ে পড়েছিল কিছু অযাচিত বর্ষা,
শহরের দ্বারে ভালবাসা জানাতে পারেনি- আমাদের হাতে ঝড়ে পড়েছিল কিছু শুকনো হতাশা।
প্রিয় বালিকা,
তোমার হাতের কোণে শিশির বিন্দুর মত জমেছিল কিছু আশাহতদের পটভূমি,
কোনদিন হয়তো আগ্নেয়গিরির ভালবাসা ভেসে আসবে বলে নিহত স্মৃতির মত কিছু কান্না
আমি ভালবাসা জানাতে চেয়েছি তোমায়
কোন গভীর রাতের হাতে কিংবা উজ্জ্বল ভোরের কোলে,
তোমাকে চেয়েছি নিশুতির প্রান্তরের মত আগুয়ান কিছু হাসিতে।
প্রিয় বালিকা,
তোমার চোখের কোণে আমি এসেছিলাম কিছু মেঘের মত আর কিছু ভালবাসার মত।
তোমাকে ভালবাসা জানাতে পারিনি বলে-
ডেভিড গিলমোরের কাছে বারবার হয়েছিলাম পরাহত
অথবা কোবেইনের মত তুলে নিয়েছিলাম নিশ্চুপ কোন পিস্তল।
কেন এসেছিল ভালবাসা বর্ষার মত তোমার চোখে, ঠোঁটে
আমার আদর,তোমার আদর মিলেমিশে একাকার হয়নি বলে- কান্না জমতে পারেনি চোখের কোনে।
আমি ভালবাসা জানাতে চেয়েছি শরতের কাছে
সেদিন হয়ত আহত কোন বালকের কাছে ভালাবাসা জানাতে এসেছিল আমাদের কোন কোকিল।
সন্ধ্যা
নিজেদের ব্যস্ততম দিন গুলোতে হঠাৎ করে হারিয়ে যাওয়ার আভাস থাকে
চট্টলার সুবিশাল আকাশে আমি কিছু দুমড়ানো আবেগ দেখতে পাই,
পাই সুবিশাল যন্ত্রের সামনে ভেঙে পড়া কিছু শব্দজট।
আমাদের কিছু কাঙ্খিত সন্ধ্যার মাঝে কিছু অতৃপ্ত সকাল,
বুক পকেটে আটকে থাকা চিঠির মত আটকে পড়ে।
তোমাদের আকাশে এখনো হয়ত সূর্যটা ডোবেনি
কিন্তু ডুবে গেছে কিছু লাল গোলাপের আহত চাহনি,
আর আমাদের আনন্দের কিছু অপরিণত লাশ।
আমাদের এই সুমহান সন্ধ্যায় ব্যস্ত বিকেলের মৃত্যুতে জানাচ্ছি ব্যাপক সমবেদনা।
Post a Comment