এখানে কেউ আসেনি | ওয়াসিম আহমেদ

মা, ক্ষুধা লাগছে, খেতে দাও না
নিশ্চুপ উত্তর, থমকে আছে শনি-শুক্রবার
ঝাজেলা কণ্ঠজুড়ে ভেসে আসে
তোর পেটে কি কুমির ঢুকেছে?
প্রশ্ম নয়, থামিয়ে দেয়ার কৌশল!

চালাকি বুঝে না অভুক্ত হৃদয়, কেঁপে উঠে বারংবার, তুলে ক্ষুধার ঘূর্ণিঝড়!

বাবা, তোমায় তো খুঁজেও পাই না, কাজে আর অকাজের সমাপ্তি , হাতে ঝুলতো ক্ষুধার শেষ!
ক্ষুধা লাগছে তো খেতে দাও না !

নিশ্চুপ উত্তর দাঁড়িয়ে বিনোদন বক্সের সামনে/ বাংলা সিনেমা নয়, চলছে গরম খবর/ চোখ খোঁজে কবে আসবে ইতি/ ঘোচাবে সোনালি সূর্যের আলোতে লাল চা আর মুড়ির দিনলিপি-

বক্সজুড়ে পলিথিন মোড়ানো ভালোবাসার বিতরণের গন্ধ/ খবর ছাড়া কেউ তো আসে না/ মাতাল অবুঝ, অভুক্ত হৃদয় নামে রাস্তায়, খোঁজে শ্রমের নাভিশ্বাস,/ না, কেউ ক্ষুধার গন্ধ মাখে না/ জুটে না বিশ্বাস-পাছায় বেত ছাড়া!



1 comment: