প্রায়শ্চিত্তের বন্দনা | মোহাম্মদ উল্লাহ ফয়সাল
একদিন আমাদের শহরে গোলাপ আর ফুটবে না ;
ক্যাকটাস এ ভীড়ে জনজীর্ণ এই লোকালয়-
বনসাই এ আঁকড়ে ধরবে উদ্যান ;
আমাদের ভাবনায় মরিচা যেদিন ধরবে
সেদিন একটু নিকোটিন এর অভাবে আমাদের গলায়
জন্মাবে হেমলকের বিষ!
তখন কারাগার মনে হবে এক একটা বাসস্থান।
সেইদিন চলে এসেছে মাধবীলতা!
সেইদিন চলে এসেছে
নগরের ফুসফুসে ঢেলেছি বিষাক্ত সায়ানাইড
তারা মৃত্যুর কোলে বসে আমাদের বাঁচিয়ে রেখেছিল;
বিশ্বাস কর মাধবী লতা,
তবুও আমরা বেঁচে ছিলাম
ততটাই বেঁচে থাকার ভালবাসা ;
যতটা ভালবাসা ফিরে পেলে
আদিম প্রেমিক হয়ে যেতে ইচ্ছে হয়-
যতটা ভালবাসা ফিরে পেলে
শহরের প্রতি কোলাহলে বাঁচতে ইচ্ছে হয়-
যতটা ভালবাসা ফিরে পেলে
আবার নতুন করে ভালবাসতে ইচ্ছে হয়-
তুমি বুঝতে পারছ না মাধবীলতা
এখন আর আমাদের শহরে গোলাপ ফুটে না..
তোমরা যারা সুদিন বলো-
সুদিন বলতে কিছু নেই
প্রাক্তনরা সুদিন বুঝে নি ; সুদিন বুঝেছিল
ঐ মধ্যবিত্ত ; যাদের সুদিনের ভেবে সুদিন আনতে হয়-
ঐ যুবকেরা;যারা সুদিনের জন্য আর্তনাদ করে-
সুদিন তোমরা কখনো বুঝ নি-
বুঝতে অনেক দেরি হয়ে গেছে
তবুও মাধবীলতা বলে-
কবি শোন, আবার গোলাপ ফুটবেই ।
❤❤❤
ReplyDelete👍❤👍
ReplyDelete