বিচ্ছেদের দিনগুলো | রাহবার-ই-দ্বীন



পৃথিবীর সবচেয়ে খারাপ অনুভূতির নাম মনে হয় বিচ্ছেদ, প্রিয় কারো অনেক দূরে চলে যাওয়া। এই কবিতাটা সেই অনুভূতির মানুষগুলোর জন্য  
- লেখক। 


একটা অলস বিকেলে বাড়ি ফেরার সময়,
ব্যস্ত রাস্তায় বাসে চেপে ঘরে ফেরা অফিস ফেরত
কারো ঘামে ভেজা ছাই-রঙা শার্টে,
তুমি ছিলে । 

পনেরো তলার বারান্দায় ফুলের টবে কিংবা,
কড়া লিকার এর চায়ের কাপে,
শহরের আকাশ থেকে সূর্যটা যখন ছুটি নেয়,
জেনে নিও, তুমি ছিলে । 

রাত ১০ টার কিচেনে শুকনো আলুভর্তা আর ডালের তরকারিতে,
"লবণ হয়নি" বলার মধুর অভিযোগ,
কিংবা সারাদিনের শেষ কফির চুমুকে,
হ্যা, তুমিই ছিলে । 

মধ্যরাতের চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ আর
দুইজনের ম্যান সিটি - জুভেন্টাস তর্কে,
কিংবা নিঃশব্দ রাত্রিতে খোলা চুলে কারো একান্ত মুহুর্তে,
মেয়ে, তুমি ছিলে অনেক বেশি 

এক নম্বর রোডের বাঁ দিকের শেষ মাথায়,
সড়কবাতিটা যখন নিভে যায়,
কারো গল্প লেখার খাতায় তখন দুই ফোঁটা চোখের জল,
তুমি কি কখনো বুঝতে পারো?

এখন বারান্দায় মধ্যরাতে কারো সিগারেটের অ্যাশট্রে তে
হতাশার গল্পেরা এখন প্রতিনিয়ত পুড়ে ছাই হয়,
তুমি কি কখনো বুঝতে পারো?

বর্ষার প্রবল বর্ষণে একটা ছাতায় দুইজনের হেঁটে যাওয়ায়,
তীব্র শীতে রুম হিটার ছাড়াই কারো উষ্ণতায়,
গ্রীষ্মের তপ্ত দুপুরে কফিশপে শেষ আড্ডায়,
কিংবা বসন্তের বিকেলে নতুন পাখির ডাকে,

তুমি শুধু ফিরে এসো, জেনে নিও, আমি থাকবো।

No comments