দীপ্ত বায়ুমণ্ডল ও রঙের বিন্যাস | আহমাদ মুজাহিদ

আত্মহত্যার মত যাবতীয় জীর্ণ অলংকার

আত্মার উৎসমূলে বিদ্ধ ছিল। মৃত্তিকা,

সমূহ জল,

দীপ্ত বায়ুমণ্ডলে, উদগীথ শষ্য-দানায়

প্রসারিত ছিল জীবন; সাথে

মৃত্যুকামনাও বুঝি! মানুষ, উজ্জল পাথরের

ঋজু ব্যবহারে বক্ষে পেয়েছে প্রশান্তি

হয়তোবা, রক্ত-প্রদাহ ফুঁড়ে, চেয়েছি

কি সেই জাগরণ জন্ম আমার জাগুক?

*

একটি গোলাপ,

শাদা মেঘে অটল দীপ্তি ছড়িয়ে

যাচ্ছে; পাশে সহস্র চোখ, সহস্র প্রাণের

উল্লাস, উদ্বেল অপেক্ষায় রত-

এই বুঝি কেঁপে গেলো নীলাকাশ

ব্যাপৃত কারো বিশাল চাহনী,

একমাত্র সত্তা যিনি

ক্ষমা ও মহত্ত্ব যার অন্তর বিদীর্ণ করা

ফুলের সৌরভ ছাড়া কিছু নয়..

*

সন্তান, আগুনের বড়জোর শিখা লাভ

হয়েছে তোমার; তৃণের উপরিতলে

প্রেমালাপরত সূর্য থাকে; শুধু কী রঙ,

জোস্নার প্রতিমূর্তি অংকিত করে

রাখে না তারা?

1 comment: