আজ কবিতায় নেই তুমি | সায়েন্টিফিক ইর-অর

গা ছমছম, কবিতারা উদাস;
নির্জন কাব্য নগরী ঝুলছে অবসাদে,
আজ কবিতায় নেই তুমি।
তাদের ঘাড়ে চাপিয়েছি
ক্লান্তিময় হাজারতম রাতের বোঝা।
ফাটল ধরা অক্ষর গুলো জড়ো হয়ে নুইয়ে
পড়া শব্দে বলছে,
"ক্ষমা করুন হুজুর, নাহয় আজ মরেই যাবো!
এই হৃদ-স্টেশনে বিষাদ মাখা বোঝা
কাঁধে
প্রতিদিন প্রতিদিন করে নষ্ট রাত গুলো
শত থেকে পৌঁছেছে হাজারে!
হুজুর, আজ কী তবে একদিন ছুটি পাবো? শুধু
একদিন?
কথা দিচ্ছি কাল হতেই ফের এই বোঝা
কাঁধে রাত কাটাবো!"

কুয়াশার ঘোমটা চাপিয়ে
ঝিম ধরে আছে শীতের শেষরাত।
আর, আজ কবিতায় নেই তুমি।
কী অদ্ভুত! তুমি নেই বলতেই,
থেমে যাওয়া আদিম ঘড়ির পেন্ডুলাম
পূর্ব হাওয়ায় দুলে উঠে চমকে দিল হঠাৎ!
তুমি নেই বলতেই, এক মহাসমুদ্র সমান
তোমার স্মৃতি
ঝাপটা দিয়ে চুরমার করে দিল হৃদ-
স্টেশন,
বুজে দিলো চোখ, মুছে দিলো হাজার
রাত পুরনো চুম্বন দাগ, (!)
বিষাদে মেখে দিল কাব্য নগরীর মাঠ,
ঘাট; কবির কাব্য ক্ষেত।
অথচ, আবহাওয়া অফিস থেকে
একবারও দেওয়া হল না কোনো
বিপদসংকেত!

No comments