একজন ঋতু | শায়র আহমেদ
তোমার মাঝে নিজেকে খুজি আবারিত।
আমার দু'চোখের মাঝে তুমি লেগে আছো। আছো সম্পর্কে, আছো নীরবে।
তোমার মাঝে নামবো
নিশ্বাস ছুয়ে যাবো-
তবেই মুক্তি পাবো আমি,
ঠিকানাবিহীন এই আমি
খুজে নেবো আমায়
তোমার মাঝে, দিও অনুমোতি ।।
এখানে আমরাই শুধু
মাঝে কেউ নেই, কিছু নেই।
তাহলে তুমিই বলো কেন এই দূরত্ব।।
আকাশে বাতাসে খুজে ফিরি তোমায়
যেখানেই থাকো ফিরে আসো বুকের খাচায়,
পাখির মত এই হৃদয় উড়ে দূর চলে যায় আমায় একা ফেলে।
জীবনের খোজ বলে দাও একটু পিছু ফিরে।।
এটুকুই চাওয়া শুধু,
একটিবার তুমি এসো
শুনে যাও সেই কথাটা যা বলতে পারিনি।।
এই মৌসুমের বৃষ্টি
এই বৃষ্টির জল
এই জলের বিন্দু
তোমাকেই তো খুজে শুধু।।
মিলনের এই আকাঙ্ক্ষা
অনেক দিনের বাসনা
তোমাতেই হবে পূর্ণ
আমার এই গল্প ,আমার একজন ঋতু।
Post a Comment