অনিঃশেষ | গাজী সাইফুল

চোখ দু'টো দেখেছ?
কত্ত লাল-
প্রগাঢ় লাল-
ডুবুডুবু সূর্যের মাঝে
রক্তিম মাখামাখি হয়ে আছে যুক্তাক্ষর
হয়ে ঢাউস দিঘির জলে;
ও রাতে নবমীর ঠিক তন্দ্রা আসেনি-
চোখের ঠাওরে নিমগ্নতা ঢুলুঢুলু হয়ে
বেঁচে আছে; এখন দিবাস্বপ্নের
সূর্যাস্ত!
শি ই ই ই- আখাউড়ার ট্রেনটা
দাঁড়িয়েছে, হতভম্ব কিছু দৃষ্টিপাতে
নবমী এখন কৌতুহল;
এই যে মেয়ে যাবে?
বড্ড আচানক কণ্ঠ, বড্ড আচানক!
মুখোমুখি অপরাহ্নের লাল চোখ; এখন
অবাক দৃষ্টিপাত!

No comments