শিক্ষা | প্রত্যয় আহমেদ শুভ্র
নব - চোপল পায়ে পড়িয়া চলিলেন বাবু মশাই
দৃষ্টি আকর্ষণ করিবেন সকলের,এই ছিল মনের আশায়।
চলিতে চলিতে হাটের মাঝে সামনে পড়িল কসাই
কহিল কসাই ,“ বাবু বহুদিন হলাে চলুন আমার বাসায়।"
বাবু ভাবিলেন,নতুন চোপল হয়তাে করেছে আকর্ষণ ,
তাই বুঝি আজি কসাই আমায় করিল নিমন্ত্রণ।
চলিতে চলিতে হাটের মাঝে সামনে পড়িল কসাই
কহিল কসাই ,“ বাবু বহুদিন হলাে চলুন আমার বাসায়।"
বাবু ভাবিলেন,নতুন চোপল হয়তাে করেছে আকর্ষণ ,
তাই বুঝি আজি কসাই আমায় করিল নিমন্ত্রণ।
বাবু কহিলেন , “ ব্যস্ত আমি , হয় পরে কোনাে একদিন,
দেড়শত টাকার জুতাের কাহিনী কই বনে সেদিন।
অবাক হইয়া চাহিয়া রইল বুঝিতে না পারি কিছু,
কসাই ভাবিলাে দিনের বেলা সে স্বপ্ন দেখিল মিছুমিছু।
প্রস্থান করিলেন তিনি, হইল মিনিট দশেক পার, চোপড়ের শুনামি করিতে বাবু মানিলেন না কোথাও
হার।
হঠাৎ পথিকরে সামনে দেখিয়া বলিলেন বাবু
“ থাম ! ”
কোথা হতে এলি ? কোথায় যাবি ? কী তোর বাছা নাম?
পথিক তুমি সাবধানে যেও , সাবধানে রেখাে মাল,
দেখাে দেখো আমার এই নতুন জুতাে দেড়শত টাকায় কিনিলাম কাল।
পথিক কহিল , “ ভারি সুন্দর , পেলে এ তা কোন হাটে?
করিবে আপনারে অমূল্য রতন কোনাে জন - সমাবেশ এর মাঠে "
আমি তবে আজ যাই , কাল দেখা হবে আজ আছে মাের বড় তাড়া,
বাবু বলিলেন “ যা - তুই বেটা ! দাম দেখাস হততছড়া"
এই বলিয়া বাবু হাঁটিতে লাগিলেন,
খুঁজিতে লাগিলেন দোকান ,
মেজাজ খারাপ, মাথা ঝিমঝিম, বাবু খাইবেন পান।
দোকানীর কাছে বাবু মশাই গিয়ে এমন এক পান চান,
জুতাের মতাে দেখতে সুন্দর আর স্বাদে যেন মহীয়ান।
পান খেয়ে খেয়ে বাবু মশাই পড়িলেন মহা-চিন্তায় চোপড়ের নমঃ নমঃ করিবেন তিনি ,
খুঁজিতেছেন তাহার উকৃষ্ট উপায়।
এমতবস্থায় পান খেয়ে বাবু ফেলিলেন পানের পিক ,
হঠাৎ করি দোকানী দিলাে মস্তবড় এক ছিক!
এই দেখে বাবু রেগে আগুন , সইতে না পারি রাগের জ্বালা,
কোন সাহসে আমার জুতােয় ফেললি তুই মুখের লালা।
যাহ আমি তাের পান খেয়েছি , দিব না পানের দাম ।
পারলে দেখি নিয়ে যা তুই, বাবু মশাই আমার নাম।
পুকুর ঘাটে আসিলেন বাবু ধােবার লাগি তার জুতাে
হঠাৎ করে পাজামার নাড়ার সহিত বাঝিয়া গেল জামার সুতাে।
প্যাচ খুলিয়া বাবু মনে মনে ভাবিলেন "জুতাে জোড়া ধােবার চাই"
এমন সময় লক্ষ্য করিলেন জুতাে - জোড়া ঘাটে নাই।
চিন্তা করিল বাবু মশাই এখন করিবেন হার্ট ফেল,
হঠাৎ করি ইংরেজিতে কে যেন ডাক দিল
“ আংকেল ”
ফিরিয়া দেখেন কে এই ব্যটা? জুতাে জোড়া হাতে মাের,
বাবু বলিলেন , “ওহে নওজোয়ান তুই সেই জুতা চোর ”
পথিক না তুই ? বদমাস ব্যটা , মুখে মুখে তর্ক করিস ,
পছন্দ হয়েছে দিয়ে দিতাম তােরে ,বললেই তাে পারতিস।
পথিক বলিল "হলক করি , আমি চুরি করি নাই" দেখিলাম আপনার স্বাদের জুতাে পানিতে ভাসিয়া যায়,
এই দেখিয়া আমার হৃদয় অনেক কষ্ট পায় ,
তাই আমি পানিতে ডুব দিয়া জুতাে আনিবার যাই ।
লজ্জিত আমি , বুঝিবার পারিনা , ধন্যবাদ দেব তােমাকে কি দিয়া?
কথা দিলাম তােমারে আজ হতে আমি ত্যাগ করিলাম সব হিয়া ।

Post a Comment