প্রিয়তম | তুনাজ তাজরীন

তুমি বলোনা ; কিছু বলোনা
শুধু চেয়ে চেয়ে দেখো ।
আমার এ প্রাণের কথা
প্রাণে ধরে রেখো ।

বেসেছি তোমায় ভাল- আরো ভালবাসতে চাই
মনের গোপন ঘরেতে; আপন করে রাখতে চাই
রাতের আকাশে যখন জ্বলে উঠে তাঁরার মেলা ,
আমি রাতে জেগে থাকি নীরবে আধাঁর একলা।

আঘাত দিয়েছ যত —
প্রেম তত দেও নাই ।
তবুও মনের গোপন কুটিরে
তুমিই পেয়েছ ঠাঁই ।
যেটুকু পেয়েছি বেশ, চাওয়ার কিছু নাই ।
থেকো শতজনম আমার প্রাণের কাছে;
ভালবাসা রেখো প্রিয় তোমার হৃদ মাঝারে।

No comments