হুতুম পেঁচা সুজার দুইটি কবিতা ।

সেই কবে ছুয়েছিলাম দূর দিগন্তের নেশা 
ঐ নিলীমার মায়ায় যাত্রা করেছিলাম নাম না জানা পথ -
আজ কি আমি ক্লান্ত ? 
পথিকতো ক্লান্ত হয় না 
হয়তো বিশ্রাম নেবার ছলে কিছুটা স্বপ্ন দেখে নেয় 
তবে কি আমি ঠিকানার স্বপ্ন দেখি ?
পথিকের তো ঠিকানা থাকতে নেই ,
ঠিকানার উছিলায় পথে পথে পথিক ঘুরে বেড়ায় 
এ চলা অনন্ত আসীম 
এ চলা অবিরাম !


অন্যরকম

না সেসব নয়
আমি ভালো-বেসেছি অন্য কিছু! এই যেমন হেটে যেতে যেতে পথের পাশে ছোট্ট চায়ের দোকান- দূরে কোন উঁচু ভবনের একটি উজ্জ্বল জানালা, অথবা ক্লান্ত কোন পথিকের বিষন্ন মুখ। না সেসব নয় । আমি ভালো বেসেছি অন্য কিছু - যেমন ধরো নোংরা কোন বস্তির গলিতে নোংরা কোন বাচ্চার মুখে- অশ্লীল গালি ! অথবা সেই বস্তির কোন ঘরের ভাঙ্গা দরজায় বসে থাকা গৃহবধূ। নয়তো গলির শেষে নোংরা একটা ডাস্টবিন।

No comments