বিবর্ণ রাফির দুটি কবিতা
কবিতাঃ ১
কবিতা উপন্যাস আর ভালবাসা নিয়ে হাজির,
উত্তেজনায় কাঁপছে শরীর,
শঙ্কা, ভয়, উচ্ছ্বস,
আজ তোমার মনটা দখল নিব আমি।।
তোমার মনটা দখল নিব আমি,
শুরু হবে একনায়কতন্ত্র,
আর পাহারা দেব শতাব্দীর পর শতাব্দী,
চারিদিক ঘিরে দিব কাঁটাতারের বেড়ায়,
জারি করব ১৪৪ ধারা,
সাইনবোর্ডে থাকবে, "নিরাপদ দূরত্ব বজায় রাখুন"।
যত আঘাত আসুক,
সাহসী যোদ্ধার মত ঠেকিয়ে দেব সব,
নির্বিচারে শেষ করে দিব বিন্দুমাত্র বিপদসংকেত,
নিরাপত্তাবলয় সৃষ্টি করব তোমার মনকে ঘিরে,
আর মোটা হরফে লিখে দিব,"বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ"।।
কবিতাঃ ২
চলো আকাশ দেখি,
দেখবে না? ওহ আচ্ছা চশমা আনতে ভুলে গেছো!
--এই নাও
--এটা কি!
--আমার চোখ! লাগিয়ে নাও!
-- থাকুক! তারচেয়ে তুমি আমার হাত ধরো,
তুমি একবার ছুলে আমি যেন স্বর্গে উড়ি,
আমি আর আমি থাকি না!
আমি যেন বর্ষায় স্নাত কদম ফুল হয়ে যাই!
-- আচ্ছা বেশ! তবে শুনো!
তোমার আঙুলের স্পর্শের আশায় আমি হাজার সমুদ্র পাড়ি দিয়ে নীল পদ্ম আনতে পারি!
-- লাগবে না! তুমি বরং পাশে থাকো।
-- কত কাছে?
-- যেন হৃদস্পন্দন টের পাই! আমার চুল গুলো তোমার মুখ ছুঁলেও সরাবে না কিন্তু!
-- পাগল! কেউ স্বর্গ দূরে ঠেলে দেয় !
Post a Comment