বিম্ব | গাজী সাইফুল

স্মৃতির আলকদম ছুঁয়েছে কেউ আবার, উজ্জ্বল হয়ে উঠছে দুটো বিম্ব; প্রতিবিম্বের মত মোহগ্রস্ত হয়ে ছুটছি-সময়ের বিপরীতে, নিজেকে এখন শিশু মনে হয়।

নারী হয়ে জন্মালেই পৃথীবির অজস্র বিম্বের প্রতি মোহ জন্মায় না-মৃতেরও আর্তনাদ আছে। যে মহান প্রভুর নিকট আমি আজ্ঞাবহ উনি স্রেইফ জানিয়ে দেন, মৃতদের প্রতি যত্নবান হও, সেও ব্যথা অনুভব করে! নিউরণ বেয়ে মৃত্যু দূতের হাতে পৌঁছে যায় অনুভূতি!

মৃতরাও কাঁদে, মৃতদের কান্নার শব্দ থাকতে নেই।



No comments