সুতোয় বোনা প্রেম | জয় বনিক
প্রয়োজন ফুরিয়ে গেলে,
সুতো বিহীন ঘুড়ি,
খাঁচা ছাড়া পাখি তখন,
বলতো কার আকাশে উড়ি?
মেঘ হয়ে ঘুড়তে পারি,
বৃষ্টি নামাই ক্ষণে-ক্ষণে,
কোনো এক সাঁঝের মাঝে,
প্রেমটা হোক আলাপনে।
সোনালি আলোর জোনাকিতে,
আলো-আঁধার মিশে একাকার,
তারই মাঝে সুতোয় বোনা,
ভালোবাসা হোক বারবার।
পাখি হয়ে মাঝে মাঝে,
তোমায় দিবো ডাক,
এই বসন্তে না হলেও,
পরেরবারের জন্যে প্রেমটা রয়ে যাক।
বসন্ত তো চলেই গেলো,
গ্রীষ্মও দেবে ফাকি,
প্রেমের শহরে উড়বে কখন,
সোনালি আলোর জোনাকি?
বৈশাখের এক বিকেলে,
রোদ পোহাবো বলে যাই,
কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলো বলে,
দেখি,সেই বাসন্তী নাই।
Post a Comment