অজানা ঈশ্বর | হাসিবুল হোসাইন




ঈশ্বর, 
তুমি কি জানো? 
সে ব্যক্তির কথা, যে -
এখনো নিজের অস্তিত্বই খুঁজে পায়নি।
গন্তব্য নিয়ে দ্বিধাগ্রস্ত, সন্দিহান বেশ।

আরও কি জানো?
সে শিশুটির কথা, যে -
মহামারীর দিনে স্রেফ তোমার 
আদেশেই এ ভূখণ্ডে আসতে চলেছে। 

কিংবা সে বৃদ্ধটির কথা, যে -
শেষ পরিণামে এসে তার শৈশবের 
স্মৃতির চিহ্নটুকুর ধারেকাছেও 
ফিরে যেতে পারছে না। 

জানো কি তুমি? 
সে ছেলেটির কথা, যে -
জীবনযুদ্ধে হারতে হারতেও এখনো টিকে 
আছে। দুর্যোগের রাতে জানলার পাশে
বসে একা চাঁদকে মিনতি করে- "তুমি একই 
আছো, আমার পৃথিবী একই নেই কেন?" 

যে কিনা এখনো চাঁদের সাথে প্রিয় মানুষের 
গল্প করে, আর রাত্রির আকাশকে মিনতি করে
যেন এ গম্ভীর রূপকে মৃদু রূপে পরিণত করুক।

জানো কি, ঈশ্বর? 
রাত পেরিয়ে যাওয়ার পরেও প্যাডেলে পা 
ঘোরানো মানুষটির কথা, যে -
এখনো কিনা জানে না  সামনের 
দুর্যোগের দিন কীভাবে যাবে।

হে ঈশ্বর, 
তুমি কি জানো? 
জানতে কি চাও?
সবার অজানা কথা?

No comments