জুবাইদা ঊর্মির তিনটি কবিতা
বাড়িতে~
ফুলের সুবাস
খাবারের ঘ্রাণ
এবং আম্মু
পুরুষ/ট্রাক~
পুরুষের সমান ভারী 
একটা ট্রাক আমারে 
পিষে দিয়ে গেল মাত্র! 
দোহাই তোমার
আমারে রেখে আসো 
ইচ্ছেগাঁও নামক গ্রামে 
হিমালয়ে
(গোর্খালিতে ইচ্ছে মানে পাহাড়ের ঢাল )
প্রথম পৃষ্ঠায়~
‘শীত এবং অন্যান্য গল্প’ 
কিনে 
ফিরে বললাম,  
কিছু লিখে দিতে
—প্রত্যেকটা শীতের রাত্তির 
যেন থাকি 
তার সঙ্গে—
এই কথা 
সে লিখে দিলো
আমার সর্বাঙ্গে।
উনার আরো কবিতা পড়তে চাই
ReplyDelete